নিঃসঙ্গ
মনের ঘরে একটি ছোট্ট পাখি পুষেছিলাম
সুন্দর নীড় বেঁধেছিল মনে ,
ধীরে ধীরে বড় করে তুললাম ,
অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে ।
আজ পাখিটি নিজেই খেতে শিখেছে
সুন্দর ডানায় ভর করে উড়তে শিখেছে ,
পাড়ি দিচ্ছে ঐ সুদূর আকাশে ।
এখন আর সে আমায় ডাকে না ,
ঘুরে বেড়ায় না আমার সাথে ।
খুঁজতেও চায় না আমায় ,
নতুন করে বাসা বেঁধেছে সে ,
খুঁজে নিয়েছে অন্য কোনো সঙ্গী ,
আর আমার সঙ্গী পুরোনো সেই ফাঁকা নীড় ...।
মনের ঘরে একটি ছোট্ট পাখি পুষেছিলাম
সুন্দর নীড় বেঁধেছিল মনে ,
ধীরে ধীরে বড় করে তুললাম ,
অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে ।
আজ পাখিটি নিজেই খেতে শিখেছে
সুন্দর ডানায় ভর করে উড়তে শিখেছে ,
পাড়ি দিচ্ছে ঐ সুদূর আকাশে ।
এখন আর সে আমায় ডাকে না ,
ঘুরে বেড়ায় না আমার সাথে ।
খুঁজতেও চায় না আমায় ,
নতুন করে বাসা বেঁধেছে সে ,
খুঁজে নিয়েছে অন্য কোনো সঙ্গী ,
আর আমার সঙ্গী পুরোনো সেই ফাঁকা নীড় ...।
No comments:
Post a Comment