স্বাধীনতা তুমি
স্বাধীনতা তুমি
ভোরের আকাশে সোনালী রোদ্দুর ;
স্বাধীনতা তুমি
কোকিলের কুহুকুহু সুর l
স্বধীনতা তুমি
প্রভাতফেরির গান ;
স্বাধীনতা তুমি
পাখিদের কলতান l
স্বাধীনতা তুমি
বিপ্লবীদের রক্ত মাখা প্রাণ ;
স্বাধীনতা তুমি
সেই দেশাত্মবোধক গান l
স্বাধীনতা তুমি
সুকান্তের দেশলাই কাঠি ;
স্বাধীনতা তুমি
রাজনীতির বেড়াজালে মরনের চাবিকাঠি l
স্বাধীনতা তুমি
কিশোরী বোনের ধর্ষিত মুখ ;
স্বাধীনতা তুমি
সব জেনে রয়েছ কেন চুপ l
স্বাধীনতা তুমি
দিয়েছ বাবুদের অট্টালিকা ;
স্বাধীনতা তুমি
গরীবের পোড়া বাড়িতে চাঁদ দেখা l
স্বধীনতা তুমি
দিয়েছ পাতে ফ্রাইডরাইস আর বিরিয়ানী ;
স্বাধীনতা তুমি
পথশিশুদের অন্ন জোটাওনি l
স্বাধীনতা তুমি
ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট ;
স্বাধীনতা তুমি
কৃষকের রক্তমাখা ক্ষেত l
স্বাধীনতা তুমি
গোধুলির ঐ রক্তরাঙা রবি ;
স্বধীনতা তুমি
হৃদয়ে এঁকেছ অনেক ছবি l
স্বাধীনতা আমার
বজ্রকণ্ঠে আওয়াজ তোলার;
স্বাধীনতা আমার
সব মানুষের সমানাধিকার l
স্বাধীনতা তুমি
ভোরের আকাশে সোনালী রোদ্দুর ;
স্বাধীনতা তুমি
কোকিলের কুহুকুহু সুর l
স্বধীনতা তুমি
প্রভাতফেরির গান ;
স্বাধীনতা তুমি
পাখিদের কলতান l
স্বাধীনতা তুমি
বিপ্লবীদের রক্ত মাখা প্রাণ ;
স্বাধীনতা তুমি
সেই দেশাত্মবোধক গান l
স্বাধীনতা তুমি
সুকান্তের দেশলাই কাঠি ;
স্বাধীনতা তুমি
রাজনীতির বেড়াজালে মরনের চাবিকাঠি l
স্বাধীনতা তুমি
কিশোরী বোনের ধর্ষিত মুখ ;
স্বাধীনতা তুমি
সব জেনে রয়েছ কেন চুপ l
স্বাধীনতা তুমি
দিয়েছ বাবুদের অট্টালিকা ;
স্বাধীনতা তুমি
গরীবের পোড়া বাড়িতে চাঁদ দেখা l
স্বধীনতা তুমি
দিয়েছ পাতে ফ্রাইডরাইস আর বিরিয়ানী ;
স্বাধীনতা তুমি
পথশিশুদের অন্ন জোটাওনি l
স্বাধীনতা তুমি
ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট ;
স্বাধীনতা তুমি
কৃষকের রক্তমাখা ক্ষেত l
স্বাধীনতা তুমি
গোধুলির ঐ রক্তরাঙা রবি ;
স্বধীনতা তুমি
হৃদয়ে এঁকেছ অনেক ছবি l
স্বাধীনতা আমার
বজ্রকণ্ঠে আওয়াজ তোলার;
স্বাধীনতা আমার
সব মানুষের সমানাধিকার l
No comments:
Post a Comment