মানবী
চেয়েছিলাম সঙ্গী হতে ।
চেনা পথের আঁকে বাঁকে
খুঁজে বেরিয়েছি তোমায় ,
নতুন কিছু পাওয়ার আশায় ।
ঘন বনের জঙ্গলে
পোড়া বাড়ীর ছাদ থেকে
পূর্নিমার চাঁদ দেখেছিলাম ,
নিজেকে প্রশ্ন করেছিলাম
এ কেমন করে হয় ?
দেখেছিলাম নিঃসঙ্গ এক নারী ,
জিজ্ঞাসা করেছিলাম
তুমি মানবী না অতিমানবী ?
তুমি আমার সঙ্গী হবে ?
তুমি নিরুত্তর ছিলে ।
পাশের বাড়ীর দেওয়াল ঘড়ির শব্দে
ভ্রম ভেঙ্গেছিল ,
এদিক ওদিক খুঁজেছিলাম তোমায় ।
নিজেকে জিজ্ঞাসা করেছিলাম
আমি কি স্বপ্ন দেখছিলাম
না কি সত্যি ছিল ?
এখনও মনে প্রশ্ন জাগে ,
তুমি মানবী ছিলে
না অতিমানবী?
No comments:
Post a Comment