মুখোশ
মুখোশ পরা মুখগুলোকে খুঁজে বেড়াই ,
যারা সারাদিন নামাবলি জড়িয়ে ঘুরে বেড়ায় ,
আর রাতে ...অন্য সুর !
বাস্তবতার খেলার মাঠে গোল করে চলেছে সেই মুখ ,
আকাশে উড়তে থাকা ঘুড়ির সুতোকে দিচ্ছে ছিঁড়ে ,
বিপদে পড়ে ঘুরপাক খাচ্ছে সেই ঘুড়ি ।
রাজপথে , মিছিলে দাঁড়িয়ে
দিচ্ছে গালভরা প্রোতীস্রুতী ,
জয়ের পরে দিচ্ছে
সবার পিছনে কাঠি ।
সময় এসেছে আমাদের
উঠে দাঁড়াতে হবে ।
খুলে দিতে হবে সেই বজ্রকঠিন মুখোশ ।
সময় এসেছে -
অতল গহ্বর থেকে বাইরে টেনে আনার ,
শত বছরের ঘুম ভাঙ্গিয়ে জেগে ওঠো ,
মুখোশ গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে
চলো নতুনের পথ খুঁজে নিতে ।
মুখোশ পরা মুখগুলোকে খুঁজে বেড়াই ,
যারা সারাদিন নামাবলি জড়িয়ে ঘুরে বেড়ায় ,
আর রাতে ...অন্য সুর !
বাস্তবতার খেলার মাঠে গোল করে চলেছে সেই মুখ ,
আকাশে উড়তে থাকা ঘুড়ির সুতোকে দিচ্ছে ছিঁড়ে ,
বিপদে পড়ে ঘুরপাক খাচ্ছে সেই ঘুড়ি ।
রাজপথে , মিছিলে দাঁড়িয়ে
দিচ্ছে গালভরা প্রোতীস্রুতী ,
জয়ের পরে দিচ্ছে
সবার পিছনে কাঠি ।
সময় এসেছে আমাদের
উঠে দাঁড়াতে হবে ।
খুলে দিতে হবে সেই বজ্রকঠিন মুখোশ ।
সময় এসেছে -
অতল গহ্বর থেকে বাইরে টেনে আনার ,
শত বছরের ঘুম ভাঙ্গিয়ে জেগে ওঠো ,
মুখোশ গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে
চলো নতুনের পথ খুঁজে নিতে ।
No comments:
Post a Comment