Saturday, 31 March 2018

নিঃসঙ্গ

নিঃসঙ্গ

মনের ঘরে একটি ছোট্ট পাখি পুষেছিলাম
সুন্দর নীড় বেঁধেছিল মনে ,
ধীরে ধীরে বড় করে তুললাম ,
অনেক স্বপ্ন দেখেছিলাম তাকে নিয়ে ।

আজ পাখিটি নিজেই খেতে শিখেছে
সুন্দর ডানায় ভর করে উড়তে শিখেছে ,
পাড়ি দিচ্ছে ঐ সুদূর আকাশে ।

এখন আর সে আমায় ডাকে না ,
ঘুরে বেড়ায় না আমার সাথে ।
খুঁজতেও চায় না আমায় ,
নতুন করে বাসা বেঁধেছে সে ,
খুঁজে নিয়েছে অন্য কোনো সঙ্গী ,
আর আমার সঙ্গী পুরোনো সেই ফাঁকা নীড় ...।

Friday, 30 March 2018

মুখোশ

মুখোশ

মুখোশ পরা মুখগুলোকে খুঁজে বেড়াই ,
যারা সারাদিন নামাবলি জড়িয়ে ঘুরে বেড়ায় ,
আর রাতে ...অন্য সুর !

বাস্তবতার খেলার মাঠে গোল করে চলেছে সেই মুখ ,
আকাশে উড়তে থাকা ঘুড়ির সুতোকে দিচ্ছে ছিঁড়ে ,
বিপদে পড়ে ঘুরপাক খাচ্ছে সেই ঘুড়ি ।
রাজপথে , মিছিলে দাঁড়িয়ে
দিচ্ছে গালভরা প্রোতীস্রুতী ,
জয়ের পরে দিচ্ছে
সবার পিছনে কাঠি ।

সময় এসেছে আমাদের
উঠে দাঁড়াতে হবে ।
খুলে দিতে হবে সেই বজ্রকঠিন মুখোশ ।
সময় এসেছে -
অতল গহ্বর থেকে বাইরে টেনে আনার ,
শত বছরের ঘুম ভাঙ্গিয়ে জেগে ওঠো ,
মুখোশ গুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে
চলো নতুনের পথ খুঁজে নিতে ।

স্বাধীনতা তুমি

স্বাধীনতা তুমি


স্বাধীনতা তুমি
ভোরের আকাশে সোনালী রোদ্দুর ;
স্বাধীনতা তুমি
কোকিলের কুহুকুহু সুর l

স্বধীনতা তুমি
প্রভাতফেরির গান ;
স্বাধীনতা তুমি
পাখিদের কলতান l

স্বাধীনতা তুমি
বিপ্লবীদের রক্ত মাখা প্রাণ ;
স্বাধীনতা তুমি
সেই দেশাত্মবোধক গান l

স্বাধীনতা তুমি
সুকান্তের দেশলাই কাঠি ;
স্বাধীনতা তুমি
রাজনীতির বেড়াজালে মরনের চাবিকাঠি l

 স্বাধীনতা তুমি
কিশোরী বোনের ধর্ষিত মুখ ;
স্বাধীনতা তুমি
সব জেনে রয়েছ কেন চুপ l

স্বাধীনতা তুমি
দিয়েছ বাবুদের অট্টালিকা ;
স্বাধীনতা তুমি
গরীবের পোড়া বাড়িতে চাঁদ দেখা l

স্বধীনতা তুমি
দিয়েছ পাতে ফ্রাইডরাইস আর বিরিয়ানী ;
স্বাধীনতা তুমি
পথশিশুদের অন্ন জোটাওনি l

স্বাধীনতা তুমি
ভাইয়ের বুকে বিদ্ধ বুলেট ;
স্বাধীনতা তুমি
কৃষকের রক্তমাখা ক্ষেত l

স্বাধীনতা তুমি
গোধুলির ঐ রক্তরাঙা রবি ;
স্বধীনতা তুমি
হৃদয়ে এঁকেছ অনেক ছবি l

স্বাধীনতা আমার
বজ্রকণ্ঠে আওয়াজ তোলার;
স্বাধীনতা আমার
সব মানুষের সমানাধিকার l

মানবী

মানবী নিস্তব্ধ , নিঝুম রাতে চেয়েছিলাম সঙ্গী হতে । চেনা পথের আঁকে বাঁকে খুঁজে বেরিয়েছি তোমায় , নতুন কিছু পাওয়ার আশায় । ঘন বনের ...